বাবুল সুপ্রিয়র গাওয়া ভোটের থিম সং বন্ধের নির্দেশ দিলো নির্বাচন কমিশন ৷ কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে প্রচারে ব্যবহার করা যাবে না বাবুলের গাওয়া সেই গান ৷ অন্যদিকে গত কয়েকদিন আগে বিজেপির তরফে জানানো হয়েছিল, তাঁরা ভোটের থিম সং পরিবর্তনের কথা ভাবছেই না । উল্টে দলীয় সাংসদ বাবুল সুপ্রিয়র গাওয়া গানটি অবিকৃত রেখেই যাতে কমিশন ছাড়পত্র দেয়, তার জন্য চিঠি দিতে চলেছে তারা। দলীয় স্তরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কোনও ভাবেই গানটির একটি শব্দও পরিবর্তন করা হবে না। কমিশনের নিষেধাজ্ঞার তোয়াক্কা না-করে রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রের ভোট প্রচারে বিতর্কিত গানটি বিজেপি বাজাচ্ছে বলেও অভিযোগ উঠতে শুরু করেছে।
উল্লেখ্য, আনুষ্ঠানিক ভাবে ‘থিম সং’টি রিলিজ হওয়ার আগেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। গানটির কথা নিয়ে কমিশনে আপত্তি জানায় তৃণমূল। এর পর সব দিক খতিয়ে দেখে কমিশনের তরফে বিজেপিকে জানানো হয়, গানের ২৯টি লাইনের পুরোপুরি পরিবর্তন করতে হবে। কমিশনকে আমরা ফের চিঠি দিয়ে অনুরোধ করব যাতে বাবুলের তৈরি ওই থিম সংটিতে অনুমোদন দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত সেই গানটিতে নিষেধাজ্ঞা দিয়ে দিল নির্বাচন কমিশন ৷
Be the first to comment