ফের বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ। বারাবনির পর এবার খোট্টাডিহিতে বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ দেখান ভোটাররা। তবে বাবুলের অভিযোগ, বিজেপির পোলিং এজেন্টকে মারধর করা হয়েছে। খবর পেয়েই সেখানে যান তিনি। মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে হুমকির অভিযোগও তোলেন বাবুল। বাবুল জানান, বিজেপির পোলিং এজেন্টকে মারধর করেছে তৃণমূল কংগ্রেস ৷ অন্য দু’টি বুথেও একই ঘটনা ঘটিয়েছে ৷ দামড়ায় বিজেপি এজেন্টদের হুমকি দেওয়া হয়েছে ৷ মেয়র জিতেন্দ্র তিওয়ারি হুমকি দেন বলে অভিযোগ। বিজেপি এজেন্টদের বের করে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি ৷ যদিও তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
উল্লেখ্য, সোমবার এই ঘটনার আগে আসানসোলের বারাবনিতে প্রতিরোধের মুখে পড়েন বাবুল। বিজেপির এজেন্ট না থাকায় ক্ষোভে ফেটে পড়েন বাবুল। কাশীডাঙার বুথে অন্য এজেন্টদের সঙ্গে বচসা বাধে বাবুলের। বিজেপি পোলিং এজেন্ট দিতে পারেনি বলে পাল্টা অভিযোগ অন্য এজেন্টদের। এদিন বুথে ঢুকে অন্য এজেন্টদের ধমকান বাবুল বলে পাল্টা অভিযোগ অন্য এজেন্টদের ৷ বুথ থেকে ফেরার পথে বাবুলের গাড়ি ঘিরে বিক্ষোভ। গাড়ির সামনে শুয়ে পড়েন বিক্ষোভকারীরা। বাবুলের গাড়ি ভাঙচুর চালান হয়। নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের। দেরিতে আসায় পুলিশকে রীতিমত ধমক দেন বাবুল সুপ্রিয়।
Be the first to comment