কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র মতে কাটমানি নিচ্ছে পুলিশ। বাবুল জানান, প্রত্যেকটি থানার ওসি, আইসি যাঁরা এই ধরণের দুর্নীতির সঙ্গে যুক্ত , তাঁরা নেতাদের জন্য টাকা ‘কালেক্ট’ করে নেতাদের পৌঁছে দিয়ে আসে। তবে এখানেই থামেননি বাবুল। তাঁর মতে, কতটা কাটমানি তুলে কতটা কাটমানি ফেরত দেওয়া হবে সেটাও তো একটা অঙ্কের ব্যাপার। আপনি ১০ টাকা তুললে, ১০ টাকা কি ফেরত দেবেন? তার মধ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ চলছে। পাশাপাশি তিনি এও বলেন কত কাটমানি রাখা হবে, কতটা ফেরত দেওয়া হবে, দিদি যেভাবে বলছেন সেভাবেই সব চলছে।”
শনিবার বাবুল সুপ্রিয় সাংবাদিক সম্মেলন করেন বিজেপির সদর দফতর মুরলিধর সেন লেনে। বাবুলের সাফ কথা, কোন পুলিশ পয়সা নিচ্ছে, তোলা তুলছে বা লাইসেন্স রাজ চালাচ্ছে, বাইরে দোকান গুলির থেকেই জানতে পারবেন। কেন্দ্রীয় মন্ত্রী এও মনে করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সততার প্রতীক’ হিসেবে ভালো কাজ করেছেন। তার দলে যাঁরা কাটমানি খেয়েছেন, তাঁদের টাকা ফেরত দিতে বলেছেন।
এদিন সাংবাদিক সম্মেলনে কী বললেন বাবুল সুপ্রিয়?
শুনুন!
Be the first to comment