কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র ফোন চুরি। তাও আবার নাকি প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির শেষকৃত্যে যোগ দিতে গিয়ে ৷ তবে শুধু বাবুল সুপ্রিয়ই নন, ফোন লোপাট হয়েছে আরও ১০ জনের। সেই তালিকায় রয়েছেন পতঞ্জলির মুখপাত্র এস কে তিজারাওয়ালাও। উল্লেখ্য, রবিবার নিগমবোধ ঘাটে প্রাক্তন অর্থমন্ত্রীর শেষকৃত্যে যোগ দিয়েছিলেন বাবুল ৷ পরে টুইট করে তিনি বিষয়টি জানান। টুইট করেন তিজারাওয়ালাও। কীভাবে পর পর ১১ জনের পকেট থেকে উধাও হল ফোন তা জানা যায়নি। তবে, অরুণ জেটলির শেষকৃত্যে হেভিওয়েটদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য, শনিবার বেলা ১২টা ০৭মিনিটে দিল্লির AIIMS-এ মৃত্যু হয় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির। রবিবার বিকেল ৪ টে নাগাদ বিজেপির সদর দফতর ঘুরে তাঁর দেহ পৌঁছায় নিগমবোধ ঘাটে। এই বর্ষীয়ান নেতাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন লালকৃষ্ণ আডবানী, অমিত শাহ, বেঙ্কাইয়া নাইডু, রাজনাথ সিং, জে পি নাড্ডা, নির্মলা সীতারমন-সহ প্রমুখ। নিগমবোধ ঘাটে শেষকৃত্যের ছবি তোলার পর ফোনটি আর খুঁজে পাননি বলে টুইটে জানিয়েছেন তিজারাওয়ালা। তিনি লেখেন, যখন সকলে শেষশ্রদ্ধার জানাচ্ছিলাম তখন কয়েকজন স্বার্থসিদ্ধির জন্য অসৎভাবে সেখানে উপস্থিত ছিল যা আমরা কেউই বুঝতে পারিনি।
Be the first to comment