বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে দায়ের এফআইআর, টুইটে পুলিশকে তীব্র আক্রমণ

Spread the love

করোনা বিধি ভঙ্গের অভিযোগে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র নামে এফআইআর দায়ের করল পুলিশ। আগামী ৩ দিনের মধ্যে বসিরহাটের হাড়োয়া থানায় তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যা নিয়ে টুইটারে মমতার পুলিশকে চাঁচাছোলা আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

গত ১৪ এপ্রিল দলীয় প্রার্থী রাজেন্দ্র সাহার হয়ে প্রচারে যান বাবুল। জানা গিয়েছে, সেই সভায় করোনা বিধি লঙ্ঘনের অভিযোগে আগামী তিন দিনের মধ্যে বিজেপি সাংসদকে হাজিরার নির্দেশ দিয়েছে হাড়োয়া থানা। এদিকে পুলিশের এফআইআর প্রতিলিপি তুলে ধরে বর্তমান রাজ্য সরকারকে তুলোধোনা করেছেন আসানসোলের সাংসদ।

বাবুল সুপ্রিয় টুইটারে লেখেন, বিজেপি প্রার্থীর হয়ে হাড়োয়ায় নির্বাচনী প্রচার করাতেই তাঁর নামে ‘মমতা দিদি’র পুলিশের এহেন পদক্ষেপ। এর পরে বাবুল টুইটারে লেখেন, ‘মন্তব্য নিষ্প্রয়োজন।’ তাঁর আইনজীবী এই বিষয়টি দেখবেন।

প্রসঙ্গত, শেষ দফা ভোটের আগের দিন দ্বিতীয় বার করোনা আক্রান্ত হয়েছিলেন বাবুল সুপ্রিয়। কলকাতার এন্টালিতে তাঁর এক সভায় করোনা বিধি শিকেয় উঠেছিল। তবে সে জন্য পুলিশকেই একহাত নিয়েছিলেন বিজেপি সাংসদ। এদিকে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবরের পরই রাজনৈতিক সভায় করোনা-বিধি কতটা পালন হচ্ছে, তা নিয়ে বিতর্ক শুরু হয়।

এন্টালিতে বাবুল সুপ্রিয়র সভাতেও করোনা-বিধি তেমনভাবে চোখে পড়েনি। মানা হয়নি সামাজিক দূরত্বের বিধি। মাস্কও ছিল না অনেকের মুখ। তা নিয়ে অবশ্য সাফাই দিয়েছিলেন বাবুল। দাবি করেছিলেন যে তিনি ‘বোকা’ নন। তাই আগেভাগেই সামাজিক দূরত্বের বিধির বিষয়ে জানানো হয়েছিল।

কিন্তু হাড়োয়ায় সভায় শুধু বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করাতে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে রাজ্য পুলিশ। এবং এর নেপথ্যে রয়েছে রাজ্যের শাসক দল। এমনই অভিযোগ করলেন বাবুল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*