তৃণমূলে যোগদান করলেন বাবুল সুপ্রিয়

Spread the love

শনিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের উপস্থিতিতে দলবদল করলেন তিনি। এদিন ক্যামাক স্ট্রিটের অফিসে বাবুল সুপ্রিয়র হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন স্বয়ং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যিনি মাসকয়েক আগেও অভিষেকের বিরুদ্ধে নিয়মিত তোপ দাগতেন। আর এদিন তাঁরই হাত ধরে দলে যোগ দিলেন বাবুল। 

পাশাপাশি এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন ডেরেক ও’ব্রায়েনও। বাবুল সুপ্রিয়কে স্বাগত জানিয়ে একটি টুইটও করে তৃণমূল। বাবুলের তৃণমূলে যোগদান রাজ্য গেরুয়া শিবিরের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজ্য রাজনৈতিক মহলের একাংশ।

২০১৪ সালে বিজেপিতে যোগদান করেছিলেন বাবুল সুপ্রিয়। সেই সময় আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রতীকে ভোটে লড়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে লড়াই করেছিলেন তৃণমূলের দোলা সেন এবং সিপিআইএম-এর বংশগোপাল চৌধুরী। সকলকে হারিয়ে ভোটে জয়ী হন তিনি।

এরপর ২০১৯ সালে মুনমুন সেনকে হারিয়ে ফের একবার আসানসোলে জয়ী হন বাবুল। কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হয়। সেই সময় মন্ত্রিসভা থেকে সরে দাঁড়াতে হয় বাবুলকে। প্রকাশ্যেই এই নিয়ে উষ্ণা প্রকাশ করেছিলেন এই সাংসদ। এছাড়াও বাবুল সুপ্রিয়র সঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ঠান্ডা লড়াই সর্বজন বিদিত। বাবুল প্রকাশ্যেই দিলীপ ঘোষের বিরুদ্ধে সরব হয়েছিলেন।

সম্প্রতি বাবুল সুপ্রিয়র নাম ভবানীপুরে স্টার ক্যাম্পেইনারের তালিকাতেও রাখা হয়েছিল। যদিও বাবুল স্পষ্ট জানিয়েছিলেন, তিনি কোনও রাজনৈতিক সভায় অংশ নিতে চাননা। এই যাবতীয় বিষয় নিয়ে দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল বলে মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*