‘সেরাটা দিয়েই খেলব’, মনোনয়ন জমা দিয়ে মন্তব্য বাবুল সুপ্রিয়র

Spread the love

তিনি যে দলে খেলেন, সেরাটা দিয়েই খেলেন ৷ আসন্ন উপনির্বাচনে শাসকদলের হয়েও তিনি সেরাটা দিয়েই খেলবেন ৷ সোমবার আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিয়ে এমনটাই জানালেন বালিগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ যদিও অনাড়ম্বর ভাবেই এদিন মনোনয়নপত্র জমা দিলেন তিনি। দলের জনাকয়েক কাউন্সিলরকে নিয়ে সকাল সাড়ে ১১টা নাগাদ আলিপুরে পৌঁছন বাবুল। তবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়েই তিনি এদিন মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী ৷

মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাবুল সুপ্রিয় বলেন, “আসানসোলে চ্যালেঞ্জ নিয়ে গিয়েছিলাম। যা করার করে দেখিয়েছি। সরিয়ে দেওয়ার সময়ে বলা হয়েছিল বাবুল সুপ্রিয়র পারফরম্যান্স খারাপ। কিন্তু আমি মাথা উঁচু করে থাকার লোক, তাই মেনে নিইনি। এখন পুরনো কথা উঠবেই ৷ তাতে আমার কোনও সমস্যা নেই। কারণ আমার মানসিকতায় কোনও পরিবর্তন আসবে না।”

এরপর দলবদলের প্রসঙ্গ সামনে এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাবুল জানান, অন্য দল থেকে এসেছি বলে অনেকে অনেক কিছু বলবে ৷ কিন্তু এসব বিষয়কে পাত্তা না-দিয়ে আগামী ১২ তারিখকেই পাখির চোখ করছেন আসানসোলের প্রাক্তন সাংসদ। বাবুলের কথায়, “যখন যে দলে খেলেছি সেরাটুকু দিয়েছি ৷ এবার এই দলে খেলব, আগের চেয়ে ভাল খেলব।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*