সিপিএমের মাথায় ‘বেবি’, ‘সূর্য’র জায়গায় শ্রীদীপ, সেন্ট্রাল কমিটিতে মিনাক্ষী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ইয়েচুরির উত্তরসূরি এবার বেবি। সিপিএমের নতুন সাধারণ সম্পাদক হলেন কেরলের প্রাক্তন মন্ত্রী এমএ বেবি। ২৪তম পার্টি কংগ্রেসের শেষ দিনে রবিবার এই ঘোষণা হয়। পলিটব্যুরোর কেরল লবির সুপারিশে তাঁর নাম ঘোষিত হয়। এর আগে সীতারাম ইয়েচুরি সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন।
তামিলনাড়ুর মাদুরাইতে প্রয়াত বামনেতা সীতারাম ইয়েচুরির নামাঙ্কিত নগরে দলের ২৪তম পার্টি কংগ্রেসের আসর বসে। আজই তার শেষ দিন। পশ্চিমবঙ্গ লবি থেকে অশোক ধাওয়ালের নাম সুপারিশ করা হয়েছিল। কিন্তু তাতে রাজি হননি কেরল নেতারা। শেষমেশ ১৭ সদস্যের পলিটব্যুরোর সদস্যদের মধ্যে ভোটাভুটিতে ১১-৬-তে মহম্মদ সেলিমদের হার মানতে হয়।
সূত্রের খবর, পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্রের জায়গায় আসতে চলেছেন শ্রীদীপ ভট্টাচার্য। এছাড়াও সেন্ট্রাল কমিটিতে পা রাখছেন মিনাক্ষী।

*কে এই এম এ বেবি?*

পুরো নাম মারিয়াম আলেকজান্ডার বেবি। ১৭ জন পলিটব্যুরোর মধ্যে ১১ জনের সমর্থন নিয়ে সিপিআইএমের নতুন সাধারণ সম্পাদক হলেন তিনি। কেরলের কোল্লাম জেলার বাসিন্দা বেবি। দেশজুড়ে জরুরি অবস্থা চলাকালীন জেলও খেটেছেন। পরবর্তীতে ১৯৮৬ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন এই সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক। ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত কেরলের শিক্ষামন্ত্রী হিসাবে কাজ করেছেন তিনি। এবার সেই মন্ত্রীকেই নতুন ভূমিকায় নামাল দল। সীতারাম ইয়েচুরির উত্তরসূরি হিসাবে দলের ব্যাটন ধরলেন বেবি।
উল্লেখ্য, নতুন সাধারণ সম্পাদকের নির্বাচনের মধ্যে দিয়ে পুনরায় বামেদের মধ্যে কেরল-বাংলার বিভাজন স্পষ্ট হয়েছে বলে মত একাংশের। জানা গিয়েছে, দক্ষিণী পলিটব্যুরো, এমনকি দলের অন্য সদস্যরাও এম এ বেবিকে সাধারণ সম্পাদক হিসাবে এগিয়ে দিলেও, তাঁর বিরোধিতা করতে দেখা যায় বাংলার বামেদের।
বাংলার তরফে থাকা পলিটব্যুরো সদস্যেদের দাবি ছিল এম এ বেবির পরিবর্তে দলের ব্যাটন ধরুক সর্বভারতীয় কিষাণ সভার সভাপতি অশোক ধাওয়ালে। কিন্তু তা হয়নি। এমনকি, সাধারণ সম্পাদক নির্বাচনে মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, রামচন্দ্র ডোম, বেবির বিরুদ্ধে ভোট দিয়েছেন বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গত, এই সাধারণ সম্পাদকের দৌড়ে অশোক ধাওয়ালের নাম সর্বসম্মত না হলেও, তৃতীয় নাম হিসাবে ছিলেন মহম্মদ সেলিম। কিন্তু তিনি নিজে যেহেতু বামেদের রাজ্য সম্পাদক। তাই সেই পদ ছেড়ে কেন্দ্রীয় স্তরে যেতে চান না বলে তিনি নিজেই বলেই দলকে জানিয়েছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*