সংগ্রামপুর বিষমদ কাণ্ডে অবশেষে সাজা ঘোষণা হলো। শুক্রবার খোঁড়া বাদশা সহ ৪ দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে আলিপুর জেলা ও দায়েরা আদালত। ৫০ হাজার টাকা করে জরিমানাও ধার্য করা হয়েছে দোষীদের।
দক্ষিণ চব্বিশ পরগণার সংগ্রামপুর বিষমদ কাণ্ডে মূল অভিযুক্ত খোঁড়া বাদশা-সহ ৪ জনকে বৃহস্পতিবারই দোষী সাব্যস্ত করেছিল আলিপুর আদালত। সাজা ঘোষণা করার কথা ছিল শুক্রবার। সেই মতোই শুক্রবার খোঁড়া বাদশা, নজরুল লস্কর, খয়রুল লস্কর এবং দুখে লস্করকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আলিপুর আদালত। তবে এই মামলায় বেকসুর খালাস পেয়েছেন ৭ জন। বৃহস্পতিবার রায় ঘোষণার পর কোর্ট থেকে বেরনোর সময় খোঁড়া বাদশা বলেন, “আমাকে অন্যায় ভাবে সাজা দেওয়া হলো। আমি হাইকোর্টে যাব।”
২০১১ সালে বিষমদ খেয়ে মৃত্যু হয় প্রায় ২০০ জনের। এরপর উস্তি থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ওই মদের ঠেকের মালিক খোঁড়া বাদশা-সহ ১১ জনের বিরুদ্ধে। পালিয়ে যায় মূল অভিযুক্ত খোঁড়া বাদশা। বেশ কয়েকদিন পর তাকে গ্রেফতার করে পুলিশ। সাত বছর পর সেই মামলার রায় দিল আলিপুর আদালত।
Be the first to comment