মে মাস থেকে বাগডোগরা বিমানবন্দর ১৬ ঘন্টা চালুঃ সূত্র

Spread the love

রফিকুল জামাদার (রিপোর্টার) –
আগামী মে মাস থেকে উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দর ১৬ ঘন্টা চালু থাকবে। বর্তমানে সকাল ১১টার আগে কোন বিমান ওঠানামা করতে পারে না। সন্ধ্যা সাতটায় বন্ধ হয়ে যায় টার্মিনাল। আগামী মাস থেকেই ভোর ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত চালু থাকবে বাগডোগরা বিমানবন্দর। spicejet সহ বেশ কিছু বেসরকারি বিমান সংস্থা ভোরবেলা বাগডোগরা থেকে বিমান চালাতে আগ্রহী হয়েছিল। প্রতিদিনই বাগডোগরা বিমানবন্দরে চাহিদা বাড়ছে। বিষয়টিকে মাথায় রেখেই, ভোর বেলা থেকে বিমান উঠানামা করানো যায় এমন যন্ত্রপাতি বসানো হয়েছে এই বিমানবন্দরে। পাশাপাশি নিরাপত্তার জন্য অতিরিক্ত জওয়ান আসছে বাগডোগরা বিমানবন্দরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগডোগরা বিমানবন্দরের দিকে নজর দেওয়ার কথা বলেছিলেন। এখন বাগডোগরা থেকে কলকাতায় নটি বিমান চলে। ব্যাংককে সরাসরি যাওয়া যায় এখান থেকে। ভোর ছয়টা থেকে বিমান বন্দর চালু হলে আরও বেশি লাভের মুখ দেখতে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*