মোদীর পর এবার বাঘিনী ছবি নিয়ে সমস্যা। নির্বাচনী মরশুমে ‘বাঘিনী’ সিনেমার ট্রেলার ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। গুগলকে এই সংক্রান্ত একটি চিঠিও পাঠিয়েছেন CEO আরিজ আফতাব । জানিয়ে দেওয়া হয়েছে, ছবিটি ছাড়পত্র পেলে তবেই দেখানোর বিষয়ে ভাবা হবে ।
৩ মে মুক্তি পাওয়ার কথা ছিল বাঘিনীর। ছবিটি নিয়ে কমিশনে যায় বিজেপি। বলা হয়েছিল, ছবির বিষয়বস্তু খতিয়ে দেখা হোক। নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ছবি মুক্তির উপর নিষেধাজ্ঞা জারির দাবি করা হয়। এরপরই গতকাল বাঘিনীর ট্রেলার সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলে তারপরই মুক্তি পাবে এই ছবি।
এদিকে, নরেন্দ্র মোদীর বায়োপিক মুক্তি পাওয়ার কথা ছিল ১১ এপ্রিল । নির্বাচনে কমিশনের নিষেধাজ্ঞায় এই ছবির মুক্তিও পিছিয়ে গেছে।
Be the first to comment