ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল প্রায় ১৫টি দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানে।
জানা গেছে, বাগনানের বাসস্ট্যান্ডের কাছে রেজিস্ট্রি অফিসের গলির মধ্যে আগুন লাগে একটি দোকানে। সেখানে থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। একেবারে ভস্মীভূত হয়ে যায় ১৫টি দোকান। এর মধ্যে ছিল খাবারের দোকান, কাপড়ের দোকান, মোবাইলে দোকান-সহ নানারকম দোকান। লক্ষ্মীবারে দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় মাথায় হাত মালিকদের।
স্থানীয়রা জানান,আগুন দেখে প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তারা । এরপর খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। টানা দু’ঘণ্টার চেষ্টার পর অবশেষে সেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ খোঁজার চেষ্টা করছে দমকল ও পুলিশ। তবে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই আগুন।
Be the first to comment