সত্যেন্দ্রর স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় অতনুর, পরে অভিষেকের সঙ্গেও, জোড়া খুনে চাঞ্চল্যকর তথ্য

Spread the love

শুধু ৫০ হাজার টাকার জন্য নয়। বাগুইআটি জোড়ে খুনে চাঞ্চল্যকর মোড়। পুরনো আক্রোশেই খুন। সূত্রের খবর, সত্যেন্দ্র চৌধুরীর স্ত্রী পূজার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় অতনুর। পরে ঘনিষ্ঠতা তৈরি হয় অতনুর ভাই অভিষেকের সঙ্গেও! সেই ঘনিষ্ঠতা নিয়েই সত্যেন্দ্রর সঙ্গে দুই কিশোরের শত্রুতা তৈরি হয় বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, অতনু আর অভিষেকের অনলাইনে সাট্টা জাতীয় খেলায় আসক্তি ছিল। গেম খেলেই ৫০ হাজার টাকা জেতে দুই কিশোর। সেই টাকা দিয়েই সেকেন্ড হ্যান্ড হাইস্পিড স্পোর্টস বাইক কেনার পরিকল্পনা করে। সত্যেন্দ্রর বাইকের পার্টস আর সার্ভিসের দোকান থাকায়, ৫০ হাজার টাকায় নামি সেকেন্ড হ্যান্ড বাইক পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু সেই টাকা পাওয়ার পর নাকি বাইক কিনে দেওয়ার পরিবর্তে আরও টাকা চায় সত্যেন্দ্র।

পুলিশ সূত্রে খবর, সাট্টা খেলতে গিয়েই সত্যেন্দ্রর কাছে কয়েক হাজার টাকা ঋণ নেয় দুই কিশোর। একদিকে স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা আর টাকা ফেরত না দেওয়া, ২ কিশোরের সঙ্গে তিক্ততা বাড়ে সত্যেন্দ্রর। পরিকল্পনা করেই সেলফ ড্রাইভ গাড়ি ভাড়া করে অভিযুক্ত। খুনের জন্য ৫ জনকে ভাড়া করে। ধৃতদের জেরা করে এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা।

ঘটনার দিন বাইক কেনার নাম করে প্রথমে রাজারহাট নিয়ে যাওয়া হয়। সেখানে বাইক পছন্দ না হওয়ায় সেখান থেকে বাসন্তী হাইওয়ে ধরে গাড়িতে এগোতে থাকে তারা। রাস্তাতেই খুন করা হয় দুই যুবক। অন্তত এমনই তথ্য উঠে আসছে পুলিশের হাতে। গাড়িতে মিলেছে দড়ি। যা থেকে পুলিশ নিশ্চিত ওই দড়ি দিয়েই শ্বাসরোধ করে খুন করা হয়েছে দুই ছাত্রকে। এখনও পর্যন্ত মূল অভিযুক্ত সত্যেন্দ্র ফেরার। এই ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*