প্রায় সাড়ে তিন বছর পর শোভন বেহালায় গেলেন। তাঁর হুডখোলা জিপের চারদিক থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা অনবরত স্লোগান তুলেছেন, ‘শোভন’দা রাজপথে, তৃণমূল হুঁশিয়ার!’ স্লোগান উঠেছে, ‘জয় শ্রীরাম’, ‘ভারতমাতা কি জয়’!
রোড-শো শেষে শোভন ও বৈশাখী দুজনেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে। বৈশাখী বন্দ্যোপাধ্যায় এদিন জানান, ‘ আধুনিক বেহালার রূপকার হচ্ছেন শোভন চট্টোপাধ্যায়। আমি মনে করি, বিজেপি ওঁকে টিকিট দিলে ওঁর বেহালা পূর্বেই দাঁড়ানো উচিত। বেহালার মানুষই ওঁকে জেতাবে।’
তিনি নিজে কি ভোটে দাঁড়াবেন? এ প্রশ্নের উত্তরে বৈশাখীর জানান, ‘‘আমি ভোটে দাঁড়াব কি না, সেটা সর্বোচ্চ নেতৃত্ব ঠিক করবেন। কিন্তু যিনিই দাঁড়াবেন, আমরা তাঁর হয়ে প্রচার করব। তাঁকে জেতানোর জন্য লড়ব।’’
Be the first to comment