ইডি দফতরে ডাক পড়ল শোভন চট্টোপাধায়ের শুভানুধ্যায়ীরও। নারদ মামলায় ইডি দফতরে এলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন বাবুও।
নারদ মামলায় বিগত দিনে বেশ কয়েকবার ডাক পড়েছে শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের। ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ করার সময় রত্না বারবার বলেন, শোভন চট্টোপাধ্যায়ের যাবতীয় সম্পত্তির হিসাব রাখতেন বৈশাখী। সেই সূত্র ধরেই শোভন ও বৈশাখীকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুপুর ১ টা নাগাদ দুজনে পৌঁছান ইডি দফতরে। শোভন-রত্নার বিবাহবিচ্ছেদের মামলায় আদালত চত্বরে শোভন-বৈশাখীকে সচরাচর ম্যাচিং পোশাকেই দেখা যায়। কিন্তু এ দিন ইডি দফতরে অবশ্য তাঁদের ম্যাচিং পোশাক ছিল না।
ইডি সূত্রে খবর, দুজনকে সামনা-সামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। রত্না যে অভিযোগ করেছেন সেই ব্যাপারে এবং নারদ কাণ্ডে শোভনের জড়িত থাকার ব্যাপারে তিনি কতদূর কী জানেন, সেসব বিষয়েই জিজ্ঞাসাবাদ করা হবে বৈশাখীকে।
Be the first to comment