আমার জন্য শোভন চট্টোপাধ্যায় সবকিছু ছেড়েছেন ৷ ফলে তাঁর সব রকম পদক্ষেপে আমার সমর্থন রয়েছে ৷ বুধবার নয়াদিল্লিতে গিয়ে বিজেপির সদর দফতরে যোগদান করে একথাই বললেন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায় তৃণমূল কংগ্রেসে থাকাকালীন শিক্ষক সংগঠনে একটা জায়গা ছিল ৷ পরে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতাকে অপরাধ প্রমাণিত করার জন্য তাঁকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয় ৷ বৈশাখী বলেন বিজেপিতে যোগ দিয়ে যদি কোনও দায়িত্ব তিনি পান, অবশ্যই সেই দায়িত্ব পালন করবেন ৷ শিক্ষক সংগঠনের অনেকেই নাকি তাঁর এই রাজনৈতিক পালাবদলকে সমর্থন করেছেন বলে দাবি বৈশাখীর ৷
এর আগে, গত বুধবার মিলি আল আমিন কলেজের অধ্যক্ষার পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাসভবনে গিয়ে দেখাও করে আসেন। তবে বুধবার বিজেপিতে যোগ দেওয়ার পরে বৈশাখী জানান, কেন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরেও কোন সমাধান সূত্র বেরলো না? তার কারণ অজানা। তবে তিনি আশা করেন বিজেপিতে যোগ দিলেও শিক্ষামন্ত্রী হিসেবে পাশে পাবেন পার্থ চট্টোপাধ্যায়কে ৷
Be the first to comment