অটলবিহারী বাজপেয়ীকে স্মরণ করে ১০০ টাকার কয়েন প্রকাশ করল কেন্দ্র

Spread the love

 প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে স্মরণ করে ১০০ টাকার কয়েন প্রকাশ করল কেন্দ্র। মঙ্গলবার, ২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্ম দিবস। সোমবার এই কয়েন প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিনটিকে সুশাসন দিবস হিসেবে ঘোষণা করেছে বিজেপি।
জানা গিয়েছে, এই কয়েনের ওজন ৩৫ গ্রাম। কয়েনের এক দিকে থাকবে প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি এবং অন্য দিকে থাকবে অশোক স্তম্ভ। দেবনাগরী হরফে লেখা থাকবে বাজপেয়ীর নাম। উল্লেখ থাকবে তাঁর জন্ম ও মৃত্যুর সাল (১৯২৪-২০১৮)। চলতি বছরের ১৬ অগস্ট প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী।

বাজপেয়ীর মৃত্যুর পর তাঁকে স্মরণে রাখতে বেশ কিছু জায়গার নাম করণ করা হয় তাঁর নামে।  ছত্তীসগড়ের নয়া রায়পুর শহরের নাম হয়েছে ‘অটল নগর’। লখনউয়ের বিখ্যাত হজরতগঞ্জ চৌরাহার নাম বদলে হতে চলেছে ‘অটল চক’। নাম বদলের পথে দেরাদুন বিমানবন্দর। এ বার বাজপেয়ী স্মরণে কয়েন প্রকাশ করল কেন্দ্র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*