রোমে সোনা জয় বজরং পুনিয়ার

Spread the love

টোকিও অলিম্পিকের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তার আগে দুরন্ত ফর্মে রেসলার বজরং পুনিয়া। রোমে মাতেও পেলিকোন সিরিজে সোনা জিতলেন তিনি।

৬৫ কেজি বিভাগের ফাইনালে মঙ্গোলিয়ার টুলগা টুমুর ওচিরের বিরুদ্ধে শুরুটা একেবারেই ভালো ছিল না বজরংয়ের। কিন্তু বাউটের শেষ ৩০ সেকেন্ডেই কামব্যাক করেন বজরং। বাউটের একেবারে অন্তিম লগ্নে এক পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন(৩-২) হন তিনি।

রোমে সোনা জয়ের ফলে ১৪ পয়েন্ট নিয়ে বিশ্ব ক্রমতালিকায় প্রথম স্থানে উঠে এলেন বজরং পুনিয়া। আগামী অলিম্পিকে তাঁকে নিয়ে আশা দেখছেন ভারতীয় কুস্তিমহল। টোকিওর জন্য নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে চান তিনি।

উল্লেখ্য, রবিবার রোমে কুস্তিগির বিনেশ মাতেও পেলিকন আন্তর্জাতিক কুস্তিতে সোনা জেতেন। একইসঙ্গে ৫৩ কেজি বিভাগেও বিশ্বের এক নম্বর স্থানটাও দখল করলেন। ফাইনালে তিনি হারান কানাডিয়ান কুস্তিগিরকে।

তবে এতদূর আসা একেবারেই সহজ ছিল না বিনেশ ফোগতের কাছে। ১৯৯৪ সালে জন্মের পর খুব অল্প বয়সেই জমি বিবাদের কারণে তাঁর বাবা রাজপাল সিং ফোগতকে হত্যা করা হয়। নানান প্রতিকূলতা তাঁকে ক্রমশ পিছনের দিকে ঠেলতে থাকে। কিন্তু সফল হওয়ার জন্য মনে অদম্য জেদ পুষে রাখেন তিনি। যার পরিণতি এই মুহূর্তে বিশ্বের সামনে।

চোটের কারণে রিও অলিম্পিক থেকেও ছিটকে যেতে হয়েছিল বিনেশকে। কিন্তু নিজের উপর বিশ্বাস রেখে গিয়েছেন এবং কঠোর পরিশ্রম করে গিয়েছেন। দেরীতে হলেও এর পুরস্কার পেলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*