৫৪ ঘণ্টার অভিযান শেষে ইডির হাতে গ্রেফতার বাকিবুর রহমান। গত দু’দিন ধরে কৈখালিতে বাকিবুরের অভিজাত আবাসনে তল্লাশি চালায় ইডি। আজ শুক্রবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। কৈখালি থেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় বাকিবুরকে। সিজিও যাওয়ার পথে বাকিবুর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমি কোন দুর্নীতি করিনি।”
পুরনিয়োগ মামলায় তদন্তের রেশ ধরে সম্প্রতি নদিয়ার একাধিক চালকলে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেখানে বাকিবুরের চালকলের খোঁজ মেলে, মেলে আটাকলের খোঁজও। এরপরই বাকিবুরের বাগুইআটি কৈখালির আবাসনে হানা দেয় ইডি। ম্যারাথন তল্লাশি শুরু করে তারা।
সূত্রের খবর, পুরনিয়োগ দুর্নীতির তদন্তের সঙ্গে আরও এক দুর্নীতির গন্ধ পাচ্ছেন তদন্তকারীরা। রেশনবণ্টনে দুর্নীতি হয়েছে বলে উঠছে নয়া অভিযোগ। শুক্রবার সকালে বাকিবুরকে আটক করার পর ইডি তাদের গাড়িতে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায়। তাঁর বাড়ি থেকে প্রচুর নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। সিজিওতে ফের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে বলেই সূত্রের খবর।
Be the first to comment