কোরোনা নির্দেশিকা মেনে পালিত হচ্ছে বখরি ইদ, শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

Spread the love

আজ ইদ-অল-আদা বা বখরি ইদ। মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব। দিল্লির জামা মসজিদ সহ দেশের অন্যান্য মসজিদে সকাল থেকেই চলছে নমাজ-পাঠ। কিন্তু, কোরোনার জেরে অন্যান্য বছরের থেকে এবছরের ছবিটা একটু আলাদা। চোখে পড়েনি কোলাকুলির সেই চিত্র।

সকালেই দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কোরোনা পরিস্থিতিতে সমস্ত নিয়ম মেনে উৎসব পালন করার কথা বলেন তিনি। শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

ইদ-অল-জ়ুহা বা ইদ-অল-আদা, আরেক নাম কোরবানির ইদ বা বখরি ইদ। এদিন আল্লাকে কিছু না কিছু উৎসর্গ করা হয়ে থাকে। ইসলাম মতে, সর্বশ্রেষ্ঠ ত্যাগের প্রতীক এই কোরবানির উৎসব। হিজরি ক্যালেন্ডারের ১২তম ও শেষ মাস ধুল হিজার দশমতম দিনে পালিত হয় এই ইদ। আকাশে নতুন চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে মুসলমান ধর্মাবলম্বীরা এই উত্‍সব পালন করেন।

আজ সকালেই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি লেখেন, সকলকে ইদ মোবারক। ইদ-অল-জ়ুহা ত্যাগ ও মৈত্রীর প্রতীক। যা আমাদের মানুষের পাশে দাঁড়াতে শেখায়। পবিত্র এই দিনে আসুন আমরা আমাদের খুশির মুহূর্ত সমাজের দুস্থদের সঙ্গে ভাগ করে নেব এবং কোরোনার যাবতীয় নিয়মাবলী মানব ও সামাজিক দূরত্ব বজায় রাখব।

অন্যদিকে, টুইট করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীও। তিনি লেখেন, সকলকে ইদ-অল-আদার শুভেচ্ছা। ঐক্যবদ্ধ সমাজ গড়ে উঠুক। সম্প্রীতি বজায় রাখতে এই দিন আমাদের অনুপ্রেরিত করুক। ভ্রাতৃত্ববোধ বজায় থাকুক ও সমাজে তা আরও বেড়ে উঠুক।

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ছাড়াও ইদের শুভেচ্ছা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কোজরিওয়াল। শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী মুক্তার আব্বাস নকভিও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*