প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যম

Spread the love

গত কয়েকদিন ধরেই অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল। ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তবুও শেষরক্ষা হল না। প্রয়াত হলেন প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যম। শুক্রবার দুপুর ১টা ৪ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি রেখে গেলেন স্ত্রী সাবিত্রী, ছেলে চরণ ও মেয়ে পল্লবী’কে। তাঁর মৃত্যুতে দেশের সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া।

চেন্নাইয়ের MGM- এ ভর্তি ছিলেন এস পি বালাসুব্রহ্মণ্যম। অগাস্ট মাসে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গত দু’মাস ধরে মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে করোনা মুক্তওহয়েছিলেন। গত ১৩ সেপ্টেম্বর তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু তার পরেও শারীরিক অবস্থার কোনওরকম উন্নতি হচ্ছিল না। বৃহস্পতিবার ‘ম্যাক্সিমাম লাইফ সাপোর্ট’-এ দেওয়া হয়েছিল তাঁকে। ফুসফুসের অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় তাঁকে ভেন্টিলেটর থেকে বার করা যায়নি।

বহুমুখী প্রতিভার অভিকারী এসপি বালাসুব্রহ্মণ্যম গায়ক, অভিনেতা, সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে। নানা ভাষায় তাঁর প্রায় ৪০ হাজার গান রয়েছে।

এসপি বালাসুব্রহ্মণ্যমের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আশা ভোসলে।

Asha Bhosle on SP Balasubramaniam

This year has seen a lot of unfortunate events. And the news of SP Balasubramaniam’s demise that I have heard just now makes me even sadder. He was an amazingly versatile artiste. His first songs after South, in Hindi with Lakshmikant Pyarelal were amazing. His duet with Lata didi was very memorable. Balu sang a lot of songs for RD Burman and was his friend. He had helped me a lot with my Tamil pronunciation in my song for Ilayaraja. The loss of such a great artiste has left a huge void in the music world. I wish his soul to rest in peace in this musical journey to be one with the almighty. RIP Balu.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*