ইন্দোনেশিয়ার পর্যটনস্থল বালি দ্বীপে বিপদ সংকেত। মন্দির, সমুদ্র তট আর সার্ফিংয়ের জন্য দুনিয়ায় তুমুল জনপ্রিয় এই দ্বীপ। মাউন্ট আগুং যে কোনো মুহুর্তে বিপদ ডেকে আনতে পারে। ইন্দোনেশিয়ার ভলক্যানো ও ভূতাত্ত্বিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা জানিয়েছে এই মুহূর্তে মাউন্ট আগুং থেকে সর্বোচ্চ পর্যায়ের অগ্নুৎপাত ঘটছে। প্রশাসন এলাকার ১০ কিলোমিটারের মধ্যে সব মানুষকে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। প্যাসিফিক রিং অফ ফায়ারের ওপর বসে থাকার জন্য গোটা বিশ্বে ইন্দোনেশিয়াতেই সবথেকে বেশি জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে। তার মধ্যে মাউন্ট আগুং হল সবচেয়ে বিপজ্জনক। ১৯৬৩ সালে মাউন্ট আগুং এ ভয়ানক অগ্ন্যুৎপাতের ফলে দেড় হাজারের ওপর মানুষের মৃত্যু হয়।
মাউন্ট আগুঙ্গ এলাকায় সেপ্টেম্বর মাস থেকেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তখন মানুষকে বলা হয়, যে কোনও মুহূর্তে গলিত লাভা বেরিয়ে এসে সব কিছু তছনছ করে দিতে পারে, এখনই এলাকা ছেড়ে চলে যাও। কিন্তু তেমন কিছু না হওয়ায় আবার ঘরে ফেরেন ওখানকার বাসীন্দারা। এখন আবার তারা ভয়ানক বিপদের সামনে পড়েছে।
Be the first to comment