লোকসভা নির্বাচন হোক ব্যালট পেপারে দাবি জানালো তৃণমূল সহ ১৭টি বিরোধীদল

Spread the love

মেশিন বিভ্রাট বা ইভিএমে কারচুপির অভিযোগ নতুন নয়। লোকসভা নির্বাচন হোক ব্যালট পেপারে। নির্বাচন সংক্রান্ত যেকোনও অস্বচ্ছতা দূর করতে এখন থেকেই তৎপরতা শুরু রাজনৈতিক দলগুলির। তৃণমূল সহ ১৭টি বিরোধীদলই চাইছে ইভিএমের বদলে ভোট হোক ব্যালটে। সেজন্য আগামি সপ্তাহেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বিরোধীরা। তার আগে নিজেদের মধ্যে আরও একবার আলোচনায় বসা হতে পারে বলেও জানা গেছে।

তবে, প্রায় সব বিরোধী রাজনৈতিক দলই প্রস্তাবের পক্ষে মত দিয়েছে। আর এই সমস্ত তৎপরতার পেছেনেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সূত্রের খবর, ১৯ জানুয়ারির সভায় সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরই আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল থেকে এই নিয়েই দিল্লিতে ছুটে বেড়িয়েছেন তিনি। একই সঙ্গে ব্যালটে ভোট গ্রহণের ব্যাপারেও সবাইকে রাজি করতে সমর্থ হয়েছেন। বিরোধী দলগুলির যৌথ প্রতিনিধি দল যাবে নির্বাচন কমিশনে। ব্যালটের প্রস্তাবে সম্মতি দিয়েছে শিবসেনাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*