১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে রবিবাসরীয় শেষ প্রচার হয়ে উঠল জমজমাট। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী তারকা-নেতা বাবুল সুপ্রিয়। পদ্ম শিবিরের হয়ে দাঁড়িয়েছেন কেয়া ঘোষ। সিপিএমের প্রার্থী সায়রা শাহ হালিম। হাত চিহ্নে দাঁড়িয়েছেন কামরুজ্জামান চৌধুরী। ভোট ঘিরে তুঙ্গে উঠেছে প্রচার।
গ্রীষ্মের চড়া রোদ উপেক্ষা করে শেষ প্রচারের পারদ চড়ল বালিগঞ্জে। প্রচারের শেষ দিনে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র সমর্থনে বালিগঞ্জ বিধানসভার বিভিন্ন ওয়ার্ড পরিক্রমা করলেন দেবাশিস কুমার। রবিবাসরীয় শেষ প্রচারে ঝড় তোলেন তিনি। বলেন, জিতবেন তাঁরাই। বাকি দল ২-৩ সিটের জন্য লড়ছে। প্রথমদিকে প্রচার ময়দানে না থাকলেও পরে দেবাশিস কুমারের সঙ্গে যোগ দেন বাবুল। এদিন তাঁর প্রচার ঘিরে ছিল অনুগামীদের ভিড়। বালিগঞ্জের ওয়ার্ডে ওয়ার্ডে জনসংযোগ সারেন বাবুল। জয়ের ব্যাপারে প্রতিবারের মত এদিনও ১০০ শতাংশ আশাবাদী ছিলেন তিনি।
রবিবার সকালে শেষ প্রচারে শামিল হন কেয়া ঘোষ। বালিগঞ্জের অলিগলি ঘুরে ভোটের প্রচার সারেন তিনি। কথা বলেন ভোটারদের সঙ্গে। ভোটের আগে ভোটারদের ধমকানো হচ্ছে, শেষ প্রচারে নেমে এমনটাই অভিযোগ আনলেন বিজেপি প্রার্থী। এদিন কেয়া ঘোষের সঙ্গে ছিলেন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। বিরোধী দলের প্রার্থী বাবুল সুপ্রিয় প্রসঙ্গে রূপা এদিন বলেন, বাবুল তাঁর ভীষণ ভালো বন্ধু। তবে তাঁকে শুভেচ্ছা জানাতে চান না তিনি। বিজেপি প্রার্থীর জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী রূপা।
শেষদিনের প্রচারে পিছিয়ে নেই সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। ওই বাম প্রার্থীর বলিউড-যোগও রয়েছে। বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহের ভাইঝি সায়রা শাহ হালিম। তাঁর সমর্থনে ভিডিও বার্তাও পাঠিয়েছিলেন নাসিরুদ্দিন এবং তাঁর স্ত্রী রত্না শাহ পাঠক। রবিবার প্রচারে নেমে ভোটারদের সঙ্গে কথা বলেন সায়রা। বালিগঞ্জে সিপিএমের জয় নিয়ে প্রায় নিশ্চিত তিনি।
নিজের মতো করে প্রচারে ময়দানে রয়েছে কংগ্রেসও। হাত শিবিরের প্রার্থী কামরুজ্জামান চৌধুরী আগেই জানিয়েছিলেন, অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলে কংগ্রেস ভাল ফল করবেই। বাবুলকে কেউ চাইছে না বলেও মন্তব্য করেন তিনি। এদিনও বালিগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে পায়ে হেঁটে জনসংযোগ করেন কামরুজ্জামান চৌধুরী। শেষ পর্যন্ত কার উপর ভরসা রাখবেন বালিগঞ্জের ভোটাররা? উত্তর মিলবে ১৬ এপ্রিল।
এদিকে বালিগঞ্জে সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে ১৭ কোম্পানি আধাসামরিক বাহিনী নিযুক্ত করেছে নির্বাচন কমিশন। বেশ কিছুদিন আগেই শহরে চলে এসেছেন তাঁরা। রবিবার সকালে বালিগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে রুট মার্চ করেন সিআরপিএফ জওয়ানরা। অলিগলি ঘুরে দেখেন তাঁরা।
Be the first to comment