রাজ্যের একমাত্র সরকারি হিন্দি কলেজ ধূপগুড়ির বানারহাট কার্তিক ওরাওঁ গভর্নমেন্ট হিন্দি কলেজ । হিন্দিভাষী পড়ুয়াদের কথা ভেবে ২০১৪ সালে চা বাগান ঘেরা মরাঘাটে এই কলেজটি তৈরি করে রাজ্য সরকার। মাতৃভাষাতেই উচ্চশিক্ষার সুযোগ পেয়ে খুশি ছাত্রছাত্রীরা।
ছাত্রছাত্রীদের মাতৃভাষায় পড়াশোনা করতে বরাবরই উৎসাহ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাতৃভাষায় পড়াশোনা করেও উচ্চশিক্ষার রাস্তা খুলে দিয়েছেন তিনি। ২০১৪ সালে রাজ্য সরকারের উদ্যোগে বানারহাটে তৈরি হয়েছে সরকারি হিন্দি কলেজ। বানারহাট কার্তিক ওরাওঁ গভর্নমেন্ট হিন্দি কলেজ রাজ্যের একমাত্র সরকারি হিন্দি কলেজ।
বাম আমলে হিন্দি স্কুল হলেও কলেজ তৈরির দাবি জানিয়েছিলেন চা বলয়ের পড়ুয়ারা। নতুন সরকার ক্ষমতায় এসে কেন্দ্রের অধীনে থাকা অ্যান্ড্রুইয়ুলের পরিত্যক্ত জমিতে কলেজ তৈরি করে। জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও নিম্ন অসম থেকে হিন্দিভাষী ছাত্রছাত্রীরাই এখানে আসেন। বাংলা বা ইংরেজি ভাষায় সমস্যা থাকায় অনেকেই অনার্স পড়তে চাইতেন না। সেই প্রবণতা কমেছে অনেকটাই।
বানারহাটে সরকারি হিন্দি কলেজ – ছাত্র ছাত্রীর সংখ্যা ৯৭০ – প্রথম বর্ষে পাস কোর্সে ২৫০ আসন – প্রথম বর্ষে অনার্সে ২৩০ আসন – ইংরেজি, হিন্দি, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞােন অনার্স চালু
পড়ুয়াদের দাবি, কলা বিভাগের অারও কিছু বিষয়ের সঙ্গেই বিজ্ঞান বিভাগেও অনার্স চালু হোক। কলেজে শিক্ষকের সংখ্যা কম। আসন সংখ্যা সীিমত। তাই আবেদন করা সত্ত্বেও অনেকেই ভরতি হতে পারছেন না। বানারহাট হিন্দি কলেজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে। ছাত্রছাত্রীদের দাবি, হিন্দি বিশ্ববিদ্যালয়ও তৈরি হোক। উচ্চশিক্ষার পথ তাহলে আরও মসৃণ হবে।
Be the first to comment