রোজদিন ডেস্ক,কলকাতা :– আবারো খুব বড়সড় বিপদ থেকে বাঁচলো বন্দে ভারত এক্সপ্রেস! রেলের ট্র্যাকে পড়ে ছিল বিশাল লোহার রড। আর তা নজরে পড়তেই সজোরে ব্রেক কষলেন সংশ্লিষ্ট ট্রেনের চালক।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের বুন্দি বলে একটি এলাকায়। হঠাৎ করে ব্রেক কষায় ট্রেনের মধ্যে কার্যত হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের।
অনেকেই নিজেদের জায়গা থেকে এক ঝটকায় ছিটকে যান। আতঙ্কিত হয়ে পড়েন বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীরা। তারিনের মধ্যেই হুড়োহুড়ি লেগে যায়।ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
দীর্ঘ প্রায় ১৫ মিনিট ট্র্যাকেই দাঁড়িয়ে থাকে দেশের অন্যতম প্রথম সেমি বুলেট বন্দে ভারত। ছুটে আসেন রেল সুরক্ষা কর্মী এবং আধিকারিকরা। লাইনের উপর থেকে বিশাল ওই লোহার রোড সরানো হয়। গোটা লাইন পরিক্ষা করা হয়। এরপরেই সবুজ সঙ্কেত দেওয়া হয় ট্রেনটিকে।
প্রকাশিত খবর অনুযায়ী, বন্দে ভারত এক্সপ্রেসটি বুন্দি স্টেশন থেকে তালেদার দিকে কিছুটা এগোতেই এই ঘটনা ঘটে। পাইলট দেখতে পান লাইনের উপর তিন থেকে চার ফিট দীর্ঘ লম্বা একেবারে লোহার রোড ফেলে রাখা হয়েছে। দেখা মাত্রই বন্দে ভারত এক্সপ্রেসের ব্রেক লাগান চালক। সঙ্গে সঙ্গে পুরো বিষয়টি কন্ট্রোল রুমে জানান চালক।
ইতিমধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কীভাবে ওই লোহার রোড লাইনে এল তা খতিয়ে দেখা হবে।
এরপর বিস্তারিত রিপোর্ট মন্ত্রকে পেশ করবে এই কমিটি। তবে অন্য একটি অংশের দাবি, লাইনে কোনও লোহার রোড ছিল না। লাইনের কিংবা ট্রেনের কোনও অংশ হতে পারে। যদিও সবটাই তদন্ত করে দেখা হচ্ছে।
Be the first to comment