মঙ্গলবার সকালে মৌলালিতে, নীলরতন সরকার হাসপাতালের কাছ থেকে গ্রেফতার হলেন সিটু নেতা অনাদি সাহু সহ ১৬ জন বনধ সমর্থক। রাসবিহারী মোড়েও গ্রেফতার ২০ জন সমর্থক। শহরের বিভিন্ন এলাকায় এদিন মিছিল বের করেন ধর্মঘট সমর্থকরা। প্রসঙ্গত, মঙ্গল ও বুধবার দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক এবং বিভিন্ন বাম সমর্থিত ট্রেড ইউনিয়ন।
এদিকে বনধের দিনে সমস্ত সরকারি দফতরে কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক ঘোষণা করেছে রাজ্য সরকার। মঙ্গলবার শিয়ালদহ-রানাঘাট ও বারাসাত-বনগাঁ শাখায় ট্রেন চলাচল আংশিক বিঘ্নিত হয় বলে জানা গিয়েছে। এছাড়া ভোরবেলা সোদপুর-আগরপাড়া এবং কল্যাণী- কাঁচড়াপাড়ার মাঝখানে ট্রেন চলাচলে বাধা দেন বনধ সমর্থকরা। বারাসাত-বনগাঁ শাখায় সকাল থেকে মসলন্দপুরে যাওয়ার ট্রেন ব্যাহত হয়।
হাওড়া-বর্ধমান মেন শাখাতেও পুরোপুরি বন্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনেই সকাল থেকে চলছে বিক্ষোভ-অবরোধ।
Be the first to comment