৫ বান্ধবীকে খুশি করতে চৌর্যবৃত্তিকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন,অবশেষে গ্রেফতার বানধু

Spread the love

বান্ধবীর কাছ থেকে একবার প্রতারিত হয়েছিলেন ৷ টাকা কম থাকায় তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন তৎকালীন বান্ধবী ৷ সেই থেকে পণ করেছিলেন, টাকা-পয়সা কখনও ভালবাসায় বাধা হয়ে দাঁড়াতে পারবেন না ৷ আর সেই পণ সত্যি করতে শুরু হল চুরি ৷ পাঁচ পাঁচজন বান্ধবীকে খুশি করতে চৌর্যবৃত্তিকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন দিল্লির মঙ্গলপুরী এলাকার বাসিন্দা বানধু সিং ৷ শেষ পর্যন্ত অবশ্য নিজের ভুলেই পুলিশের হাতে ধরা পড়ল এলাকার বহু চুরির পিছনের অন্যতম ‘কারিগর’ ৬৩ বছরের বানধু ৷

মঙ্গলবার দিল্লির আনন্দ পর্বত এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ ৷ প্রথমে ছোটখাট চুরি দিয়েই কাজ শুরু করেছিলেন বানধু ৷ মূলত উত্তর দিল্লিতেই গভীর রাতে অভিযানে নামতেন তিনি ৷ বেছে বেছে এমন বাড়ি পছন্দ করতেন যা সিসিটিভি-র আওতাভুক্ত নয় ৷ একদিন একটি বাড়ির সিসিটিভই-কে বাল্ব ভেবে ভুল করেছিলেন তিনি ৷ ফলে সেটি সরিয়ে ফেলার কোনও উদ্যোগ নেননি ৷ সেই সিসিটিভি-র ফুটেজ আসে পুলিশের হাতে ৷ বানধুকে ধরতে সেই ছবিটিই ব্যবহার করেছিল পুলিশ ৷ অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে যান তিনি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*