শুক্রবার সকাল থেকে সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত হলো জম্মু ও কাশ্মীরের বন্দিপোরা। সকাল সাড়ে অবধি পাওয়া খবর অনুযায়ী দু’পক্ষের গুলি বিনিময় অব্যাহত।
বন্দিপোরার পশ্চিম দিকে রুটিন তল্লাশি চলার সময় শুক্রবার ভোরে নিরাপত্তাবাহিনীর কাছে বিশেষ সূত্রে খবর যায় ডেউটি গ্রামে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা। খানিক ক্ষণের মধ্যেই সেখানে পৌঁছয় নিরাপত্তাবাহিনী। ভারতীয় সেনাদের গ্রামে ঢুকতে দেখেই গ্রামের বাড়ি থেকে গুলি চালাতে থাকে জঙ্গিরা। ভারতীয় সেনাও ঘিরে ফেলেছে ওই এলাকা। নিরাপত্তাবাহিনীর এক আধিকারিক বিবৃতি দিয়ে জানিয়েছেন, প্রাথমিকভাবে তাঁদের মনে হয়েছে অনেকগুলি বাড়িতে জঙ্গিরা আশ্রয় নিয়েছে। তাই বাহিনীও সেই মতো জবাব দিচ্ছে। আরও বাহিনীও ওই এলাকায় আনা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
Be the first to comment