কাশ্মীরের বান্দিপোরায় শুরু যৌথ অভিযান, চলে গুলির লড়াই

Spread the love

যৌথ অভিযান শুরু হলো জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার হাজিন শহরে। জানা গিয়েছে, সোমবার ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ এলাকা ঘিরে অভিযান শুরু হয়। যৌথ অভিযানে অংশ নেন সিআরপিএফ-এর ৪৫ নম্বর ও আরআর-এর ১৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। এদিন অভিযান চলাকালীন জঙ্গিদের সঙ্গে জওয়ানদের গুলির লড়াই শুরু হয়।

প্রসঙ্গত, রবিবার শ্রীনগরের সুপৌরে জঙ্গি হামলায় মৃত্যু হয় এক পুলিশকর্মীর। বুদগাম জেলার চরর-ই-শরিফ গার্ড স্টেশনে কর্মরত ছিলেন তিনি। রবিবার তিনি যখন স্থানীয় হুরিয়ত কনফারেন্স নেতার বাড়িতে পাহারার দায়িত্বে ছিলেন তখনই জঙ্গিরা হামলা চালিয়ে তাঁর সার্ভিস রিভলবার নিয়ে চম্পট দেয়। জখম অবস্থায় ওই পুলিশকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মৃত্যু হয় তাঁর।

বুদগামে এই নিয়ে দ্বিতীয়বার পুলিশকর্মীর উপর জঙ্গি হামলার ঘটনা ঘটলো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*