কর্ণাটক বিধানসভা নির্বাচনেও কার্যত চলল ‘অমিত শাহ ম্যাজিক’। গণনার প্রাথমিক ট্রেন্ড জানান দিতে শুরু করে দিয়েছে কর্ণাটকে সরকার গড়ার পথে এগিয়ে রয়েছে বিজেপি। আর সেখবর ছড়াতেই উচ্ছাস আনন্দে ফেটে পড়েন কর্ণাটকের বিজেপি কর্মীরা। বেঙ্গালুরুতে বিজেপি অফিসের সামনেই তাই উচ্ছাসে ফেটে পড়লেন বিজেপির কর্মী সমর্থকরা।
এদিকে, কংগ্রেসের তরফে মল্লিকার্জুন খার্গেদের দাবি সাড়ে এগারোটার আগে ট্রেন্ড বোঝা সম্ভব নয়। তাই অপেক্ষা করেই তাঁরা এবিষয়ে কথা বলতে চান। অন্যদিকে, কার্যত দাক্ষিণাত্যে প্রথম থাবা বসানোর পথে বিজেপি। ইতিমধ্যেই ম্যাজিক ফিগার পার করে গিয়েছে বিজেপির ভোট-অঙ্ক। বিজেপি এগিয়ে চলেছে ১৫৫ টি এসার পার করে। যেখানে ম্যাজিক ফিগার ১১৩ টি আসন। ফলে, একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সরকার গঠনের পথে এগিয়ে চলেছে বিজেপি। ফলে ২০১৮ নির্বাচনে আর দেবেগৌড়ার জেডিএস আর কিং মেকার হতে পারছে না।
প্রসঙ্গত,২২৪ আসনের কর্ণাটক বিধানসভার নির্বাচন ১২ মে অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত বুথ ফেরত সমীক্ষা যা বলছে তাতে কংগ্রেস বা বিজেপি যেইই বৃহৎ দলের মর্যাদা পাক না কেন তাতে তারা সরকার বানাতে পারবে না। ‘কিং মেকার’-এর ভূমিকা সম্ভবত পেতে পারে এইচ ডি দেবগৌড়ার জেডি(এস)।
Be the first to comment