কলকাতায় নতুন আরও ৪ জায়গায় তৈরি হবে ‘বাংলার বাড়ি’

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- শহরে নতুন করে আরও ৪টি জায়গায় তৈরি হতে চলেছে ‘বাংলার বাড়ি’ প্রকল্প। এতে উপকৃত হবেন শতাধিক গরীব মানুষ।

কলকাতা পুরসভা সূত্রের খবর, খিদিরপুরের ৪৬ নম্বর অরফানগঞ্জ মার্কেট, শশী শেখর বোস রোড, কেওড়াপুকুর এস.টি.পি এবং ৩/১/১, জে.কে. ঘোষ রোডের রসগোল্লা পট্টিতে নির্মাণ হতে চলেছে ‘বাংলার বাড়ি’। ইতিমধ্যেই জে.কে ঘোষ রোডের রসগোল্লা পট্টিতে ‘বাংলার বাড়ি’ নির্মণের কাজ শুরু হয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে। অন্যান্য জায়গায় কিছুদিনের মধ্যেই শুরু হবে নির্মাণ কাজ।
রাজ্য বাজেটের মতোই কলকাতা পুরসভার বাজেটেও ২০২৫-২৬ অর্থবর্ষে জোর দেওয়া হয়েছে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে। ‘বাংলার বাড়ি’ তৈরি করার জন্য শহর কলকাতার ১৬টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে।
প্রসঙ্গত, এই ৪টি জায়গায় ১৬টি করে মোট ৬৪টি আবাসন তৈরি করা হবে। এক একটা পরিবারের জন্য বরাদ্দ করা হয়েছে ২৭০ থেকে ২৭৫ স্কোয়ার ফুট জায়গা। এর মধ্যে দুটো ঘড়, একটি রান্নাঘড়, একটি বাথরুম তৈরি করে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ইতিমধ্যেই ১ নম্বর বোরোর ৭ নম্বর ওয়ার্ডে ২২০ টি ‘বাংলার বাড়ি’র আবাসন তৈরি হয়েছে। এছাড়াও বোরো ৩ নম্বর ওয়ার্ডের ক্যানাল ইস্ট রোডেও নির্মাণ হয়েছে এই ‘বাংলার বাাড়ি’ প্রকল্প। এবার আরও ৪টি জায়গায় এই প্রকল্পের কাজ শুরু হতে চলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*