বাংলা সংগীত মেলার কার্টেন রেজার

Spread the love

অংশুমান চক্রবর্তী

বাংলা সংগীত মেলা ও বিশ্ববাংলা লোক সংস্কৃতি উৎসবের সূচনা হবে ২৩ ডিসেম্বর। কলকাতার উত্তীর্ণ মঞ্চে এই উৎসবের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। এই উপলক্ষে ২২ ডিসেম্বর সকালে রবীন্দ্র সদন প্রাঙ্গণে আয়োজিত হল বাংলা সংগীত মেলার কার্টেন রেজার অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ইন্দ্রনীল সেন, সৌমিত্র রায়, দেবজ্যোতি বসু, সৈকত মিত্র সহ বিশিষ্ট সংগীতশিল্পী, যন্ত্রসংগীতশিল্পী, সঞ্চালক, সরকারের বিভিন্ন আধিকারিক ও কর্মীরা। কার্টেন রেজার অনুষ্ঠানে লোক শিল্পীদের পরিবেশনা প্রশংসার দাবি রাখে। বাংলা সংগীত মেলা ও বিশ্ববাংলা লোক সংস্কৃতি উৎসবের পাশাপাশি আয়োজিত হবে পৌষ উৎসব। উৎসবগুলো চলবে কলকাতার বিভিন্ন মঞ্চ ও প্রেক্ষাগৃহে। অংশগ্রহণ করবেন নবীন ও প্রবীণ শিল্পীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*