২১শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষ্যে রোজদিনের নিবেদন-
আর্যতীর্থঃ
লিভারপুলের খেলা দেখি,
মেসির খেলা স্বপ্নে ভাসে,
সবুজ মেরুন লাল হলুদে
বাংলা আমার দিব্যি আসে।
পরণেতে সাহেব পোষাক
ইংরাজি বই টেবিল পাশে,
শক্তি সুনীল শঙ্খ ঘোষে,
বাংলা আমার দিব্যি আসে।
উইকএন্ডে ডিস্কোথেকে
চটুল নাচের আসর বসে,
মন খারাপে রবির গানে,
বাংলা আমার দিব্যি আসে।
মলে বসে আরাম চুমুক,
হাওয়ায় কফির গন্ধ ভাসে,
সকাল বেলায় চায়ের কাপে
বাংলা আমার দিব্যি আসে।
বিদেশ ট্যুরে দারুণ মজা,
দেশকে কে আর ভালবাসে,
দীঘা পুরী দার্জ্জিলিং এ
বাংলা আমার দিব্যি আসে।
পাস্তা পিজা কে এফ সি তে,
ভাবলে জিভে জল যে আসে,
মায়ের হাতের মাছের ঝোলে
বাংলা আমার দিব্যি আসে।
শাহরুখ না আমীর বড়,
হাওয়ায় যুক্তি তক্ক ভাসে,
প্রসেনজিত না পরমব্রতয়
বাংলা আমার দিব্যি আসে।
তারিখ মনে রাখি যখন
ক্যালেন্ডারে ইঙ্গমাসে
বোশেখ মাসের পঁচিশ তারিখ
বাংলা আমার দিব্যি আসে
দিল্লী বম্বে এগিয়ে কত
কলকাতা ছার তাদের পাশে
পুজোর ভিড়ে ঠাকুর দেখায়
বাংলা আমার দিব্যি আসে
বঙ্গ কোথায় তলিয়ে গেছে
অন্য প্রদেশ ওই আকাশে
দমদম বা হাওড়া এলে
বাংলা আমার দিব্যি আসে
ইংরাজি তে বই পড়েছি,
বক্তৃতা দেই ইংগভাষে,
ভাবনা এবং স্বপ্নে তবু
বাংলা আমার দিব্যি আসে
Be the first to comment