সপ্তম বাংলাদেশ বইমেলা শুরু হয়েছে ১৫ই নভেম্বর। চলবে ২৩ নভেম্বর, ২০১৭ পর্যন্ত। বাংলাদেশের জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং পাবলিশার্স এবং বুকসেলার্স গিল্ড এর যৌথ উদ্যোগে মেলার আয়োজন। ১৮ নভেম্বর বিকেলে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। বক্তারা ছিলেন দেবাশীষ ভট্টাচার্য, আশীষ চট্টোপাধ্যায়, অমল সরকার, পার্থ বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট সাংবাদিকরা।
আলোচনার বিষয় ছিলো দুই বাংলার যোগাযোগ আরও মজবুত করার বিষয়ে জ্ঞান মাধ্যমের ভূমিকা। অনুষ্ঠানের প্রধান অতিথি দেবাশীষ ভট্টাচার্য বলেন, বাংলাভাষী মানুষ মাত্রেই একটা নয় দুটো দেশ। ভারত যেমন আমাদের দেশ। বাংলাদেশও আমাদেরই দেশ। দুই বাংলার মধ্যে বাংলা ভাষা সবসময়ই সেতুবন্ধন করেছে, যা কেউ কোনো দিন দুর্বল করতে পারবে না। আশীষ চট্টোপাধ্যায় বলেন, দুই দেশের মুক্ত চিন্তার সামনে যে বিপদ আসছে তার বিরুদ্ধে লড়তে হবে।
বইমেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান।
Be the first to comment