বাংলাদেশে বিধ্বংসী আগুন। জানা গিয়েছে, ঢাকার চকবাজারে এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত কমপক্ষে ৭০। আহত ৫০।
বহুতলে প্রচুর প্লাস্টিক ও রাসায়নিক মজুত ছিল। যার জেরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের গ্রাস থেকে বাদ পড়েনি বহুতল লাগোয়া চারটি বাড়িও। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।
প্রসঙ্গত, স্থানীয় সময় অনুযায়ী বুধবার ১০টা ৪০মিনিট নাগাদ অ্যাপার্টমেন্টে আগুন লাগে। বাড়িটিতে রাসায়নিক দ্রব্য মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। বাংলাদেশের দমকল সূত্রে খবর, আগুন লাগার সময় এলাকায় ব্যাপক যানজট ছিল। ফলে সরু রাস্তা দিয়ে বাসিন্দারা বেরিয়ে আসতে পারেনি।
এদিকে, বাংলাদেশের ঘটনায় টুইটারে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি ৷ টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, বাংলাদেশে ভয়াবহ অগ্নিকান্ডের খবরে খুবই শোকাহত। নিহতদের পরিবারকে জানাই সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
Be the first to comment