দুই বাংলাদেশীকে শিশুকে প্রত্যার্পণ করল ভারত

Spread the love

আজ হিলি সীমান্তে দু-জন বাংলাদেশী শিশুর প্রত্যার্পণ হলো সকাল দশটায়। এঁরা শুভায়ন হোমে ছিল প্রায় দেড় বছর ধরে।

প্রথম জন সুমন ভূঁইয়া। বয়স মাত্র ১৬ বছর, পিতা উমেদ ভূঁইয়া। বাড়ি শাকরইল, ফরিদপুর, বাংলাদেশ। ১৪ মাস পূর্বে ভারতে কাজের খোঁজে বেআইনি অনুপ্রবেশ করে। হিলি বর্ডার দিয়ে ঢোকে এবং বিএসএফ উদ্ধার করে।

দ্বিতীয় জন মেহেদী হাসান। এরও বয়স মাত্র ১৬ বছর। পিতা আবুল কাদের। বাড়ি সিরাজগঞ্জ, বাংলাদেশ। ১৩ মাস আগে ঘুরতে আসার নাম করে হিলি দিয়ে এদেশে বেআইনিভাবে প্রবেশ করে। মেহেদী হাসানকে বালুরঘাট রেলস্টেশনে উদ্ধার হয়। এরা দু-জন এতদিন  শুভায়ন হোমে ছিল। আজ দু-দেশের আধিকারিকদের উপস্থিতিতে প্রত্যার্পণ করা হলো হিলি সীমান্তের শূন্যরেখায়। উপস্থিত ছিলেন দাওয়া দরজি শেরপা (সুপার, শুভায়ন হোম), নাজির হোসেন (ওসি, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট), সুরজ দাস (কো অর্ডিনেটর চাইল্ডলাইন), সুবোধ দাস (পিও, আইসিডিসিপিও), মহঃ আফতাব হোসেন (ওসি, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট বাংলাদেশ), মাহবুব আলম (হিলি কোম্পানি কমান্ডার বাংলাদেশ)-সহ দু-দেশের বিএসএফ-বিডিবি-র আধিকারিকগণ। এ ছাড়াও সিনি-র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*