মহিলা পুরোহিত, ঢাকিদের স্বীকৃতি দিতেই গঠিত হলো “বাংলার দুগ্গা”

Spread the love

দুর্গা পুজোর আর মাত্র দুই সপ্তাহ বাকি ৷ তার আগে কলকাতার কয়েকজন মহিলা পুজো উদ্যোক্তাকে নিয়ে মঞ্চ তৈরি করলেন তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মঞ্চের নাম ‘বাংলার দুগ্গা’ ৷ সোমবার রোটারি সদনে শহরের মহিলা পরিচালিত ২৫টি পুজো কমিটির কর্ণধারের সঙ্গে বৈঠক করেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি বলেন, মহিলারা পুজো করলে কোনও অমঙ্গল হয় না, ভালো হয়। চন্দ্রিমাদেবী আরও বলেন, বাংলার মহিলা পুরোহিত, মহিলা ঢাকিদের স্বীকৃতি দিতে চান ৷ বাংলার দুগ্গা একটি অরাজনৈতিক মঞ্চ ৷ এই মঞ্চে স্বেচ্ছায় মহিলা পুজো কমিটিগুলি যোগ দিতে পারে। মহিলাদের পুজো করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় ৷ এই বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে । দুর্গা শব্দের বদলে দুগ্গা শব্দটি ব্যবহার করা হয়েছে কারণ আমরা মাটির সঙ্গে যোগ রাখতে চাই ৷ এখানে কোনও রাজনৈতিক রং নেই । মহিলা শাড়ি প্রস্তুতকারী , মহিলা ঢাকি এবং মহিলা পুরোহিত সহ পুজোর বিভিন্ন ক্ষেত্রে যুক্ত মহিলাদের এই অরাজনৈতিক মঞ্চের দ্বারা স্বীকৃতি দেওয়া হবে।

চন্দ্রিমা ভট্টাচার্য আরও জানান, এই মঞ্চের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রেড রোডে আয়োজিত দুর্গাপুজোর কার্নিভালকে জাতীয় কার্নিভাল হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হবে। তৃণমূলের পাশাপাশি দুর্গাপুজোয় জনসংযোগ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বিজেপির মহিলা মোর্চাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*