এবার থেকে মাসে চারবারের বেশি টাকা লেনদেন করলেই ফ্রিজ হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Spread the love

এবার থেকে মাসে চারবারের বেশি টাকা লেনদেন করলেই ফ্রিজ হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সম্প্রতি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অর্থাৎ জন ধন অ্যাকাউন্টে এই নয়া নিয়ম চালু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জনধন অ্যাকাউন্ট গ্রাহকদের উদ্দেশ্যে আরবিআইয়ের নতুন নির্দেশিকা, এই অ্যাকাউন্টে এটিএম কার্ড ব্যবহার করে মাসে চারবারের বেশি টাকা তোলা যাবে না। শুধু এটিএম-এর মাধ্যমেই নয়, চারবারের পর এমনকি স্লিপ ব্যবহার করেও টাকা তোলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা চাপিয়েছে ব্যাঙ্ক। ব্রাঞ্চ ট্রান্সফার, NEFT, EMI, ইন্টারনেট ব্যাঙ্কিং যে কোনও ধরনের ব্যাঙ্ক ট্রান্সফার ওই চারবারের মধ্যেই সীমিত। এককথায় জনধন অ্যাকাউন্ট গ্রাহকেরা এক মাসের মধ্যে চারবারের বেশি কোনও মাধ্যম ব্যবহার করেই ট্রান্সজাকশন করতে পারবেন না।

এই সব অ্যাকাউন্টে যেহেতু কোনও অতিরিক্ত ব্যাঙ্কিং চার্জ কাটা হয় না, তাই চারবার ট্রান্সজাকশনের পর ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি সেই মাসের মতো বন্ধ করে দেওয়া হবে। গ্রাহককে ওই অ্যাকাউন্ট ব্যবহার করে কোনও কাজের জন্য পরবর্তী মাস অবধি অপেক্ষা করতে হবে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই মাসে চারবার টাকা লেনদেন করা হয়ে গেলেই তাদের ব্যাঙ্কে থাকা জনধন অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দিচ্ছে। অন্যদিকে, HDFC এবং সিটি ব্যাঙ্ক জনধন অ্যাকাউন্টের ব্যবহার মাসে চারবারের বেশি হলেই অ্যাকাউন্টগুলিকে সাধারণ অ্যাকাউন্টে পরিবর্তন করে দিচ্ছে বলে খবর। আরবিআইয়ের নতুন নিয়মে সেই অ্যাকাউন্টগুলি নিয়ে গভীর সমস্যায় দেশের অধিকাংশ মানুষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*