মার্চ মাসে ১২ দিন বন্ধ ব্যাঙ্ক! একনজরে দেখে নিন ছুটির তালিকা

Spread the love

আর কদিন পরেই শেষ ফেব্রুয়ারি মাস। তারপরই মার্চ মাস। মার্চ মাস মানেই অর্থবর্ষের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস কিন্তু মার্চের শুরুতেই হোলি, দোলের কারণ বেশ অনেকদিনই ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে অসুবিধায় পড়তে হতে হবে উপভোক্তাদের। তাই আগেভাগেই জেনে নিন কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। সেইমতো ব্যাঙ্ক সংক্রান্ত কাজ অবিলম্বে সেরে ফেলুন।

মার্চ মাসে সাপ্তাহিক ছুটি সহ মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২০২৩ সালের মার্চ মাসে দোল সহ অনেকগুলি উৎসব রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মার্চ মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করেছে।একনজরে দেখে নিন কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে-

১)৩ মার্চ – চাপচর কুট উপলক্ষে মণিপুরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
২)৫ মার্চ – রবিবার (সাপ্তাহিক ছুটি)
৩)৭ মার্চ – হোলি / হোলিকা দহন / দোল যাত্রা
৪)৮ মার্চ – ধুলেতি / দোল যাত্রা / হোলি / ইয়াওসাং (দ্বিতীয় দিন)
৫)৯ মার্চ – হোলি (পাটনা)
৬)১১ মার্চ – দ্বিতীয় শনিবার (সাপ্তাহিক ছুটি)
৭)১২ মার্চ- রবিবার (সাপ্তাহিক ছুটি)
৮)১৯ মার্চ- রবিবার (সাপ্তাহিক ছুটি)
৯)২২ মার্চ- গুড়ি পাদওয়া/উগাদি/বিহার দিবস/১লা নবরাত্রি/তেলেগু নববর্ষ
১০)২৫ মার্চ- চতুর্থ শনিবার (সাপ্তাহিক ছুটি)
১১)২৬ মার্চ – রবিবার(সাপ্তাহিক ছুটি) সাপ্তাহিক ছুটি)
১২)৩০ মার্চ – রাম নবমী

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*