২০১৭-১৮ অর্থ বছরে গ্রাহকের জরিমানা বাবদ ব্যাঙ্কগুলির আয় হলো ৫ হাজার কোটি টাকা

Spread the love

২০১৭-১৮ অর্থ বছরে গ্রাহকের জরিমানা বাবদ ব্যাঙ্কগুলির আয় হয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা। নূন্যতম ব্যালেন্স না রাখার জন্যই গ্রাহকদের এই জরিমানা। ২১ রাষ্ট্রায়ত্ত্ব ও ৩টি প্রাইভেট ব্যাঙ্কের মিলিত আয় হয়েছে এই ৫ হাজার কোটি টাকা। এমনটাই জানান গেছে পিটিআই সূত্রে। আর জরিমানা আদায়ে শীর্ষে রয়েছে এসবিআই। মোট টাকার প্রায় অর্ধেকটাই এই সংস্থার।

২,৪৩৩.৮৭ কোটি টাকা। যদিও ২০১৭-১৮তে সংস্থাটির আর্থিক ক্ষতির পরিমান ছিল ৬,৫৪৭ কোটি টাকা। গ্রাহকদের জরিমানার আয় থেকে সেই ক্ষতির কিছুটা পূরণ হয়েছে। তালিকায় দুই নম্বরে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। প্রায় ৫৯০.৮৪ কোটি টাকা। তার আগের বছর আয় হয়েছিল ৬১৯.৩৯ কোটি টাকা। তারপরে রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক। জরিমানা থেকে সংস্থাটির আয় হয়েছে প্রায় ৫৩০.১২ কোটি টাকা। চার নম্বরে রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক। সংস্থাটির আয় হয়েছে ৩১৭.৬ কোটি টাকা। এর পরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। তাদের আয় হয়েছে প্রায় ২১১ কোটি টাকা।

প্রসঙ্গত, ব্যঙ্কগুলির আর্থিক ক্ষতির বোঝা কমাতে জরিমানা আদায় করার অনুমতি দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। গতবছর এপ্রিল থেকেই এই নিয়ম লাগু হয়। জরিমানার হার সবেচেয় বেশি ছিল এসবিআইতে। পরে সমালোচনার মুখে পড়ে গত বছর অক্টোবরে জরিমানার হার কমাতে বাধ্য হয় সংস্থাটি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*