দ্রুত গতিতে বাড়ছে সংক্রমণ, ব্যাঙ্কের ক্ষেত্রে নয়া নিয়ম জারি করলো রাজ্য

Spread the love

ব্যাংকের ক্ষেত্রে নয়া নিয়ম জারি হচ্ছে রাজ্যে। সংক্রমণ যে হারে বাড়ছে, তা নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক ব্যাংকে সংক্রমণ বাড়তে দেখা গিয়েছে গত কয়েকদিনে। একাধিক ব্যাংকের কর্মী-অফিসারেরা করোনা আক্রান্ত হয়েছেন। তাই এবার সিদ্ধান্ত নেওয়া হল।

এবার থেকে রাজ্যে সমস্ত ব্যাংক খোলা থাকবে সপ্তাহে পাঁচ দিন। শনি ও রবি দু’দিন ছুটি থাকবে। এছাড়া, ১০ টা থেকে ২ টো পর্যন্ত ব্যাংকের পরিষেবা পাবেন গ্রাহকেরা।

সোমবার নবান্নের তরফে জানানো হয়, বাংলার সরকারি এবং বেসরকারি সমস্ত ব্যাংক এবার থেকে শনি ও রবিবার বন্ধ থাকবে। সপ্তাহে মোট পাঁচদিন ব্যাংকের কাজ হবে। এর আগে মাসের দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহের শনিবার ছুটি পেতেন কর্মীরা। তবে এবার প্রতি সপ্তাহেই পাঁচদিন করে কাজ হবে। একইসঙ্গে গ্রাহক পরিষেবার সময়ও কমিয়ে দেওয়া হল। এখন থেকে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত পরিষেবা পাবেন গ্রাহকরা।

এছাড়া সংক্রমণ রুখতে এবার প্রতি সপ্তাহে দু’দিন করে গোটা রাজ্যে পুরো লকডাউনের ঘোষণা করল রাজ্য সরকার।চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্যে কড়া লকডাউন করা হবে। আগামী সপ্তাহে বুধবার পুরো লকডাউনের কথা ঘোষণা করেন তিনি।

সোমবার নবান্নে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই দু’দিন অফিস, কাছারি কিছুই খুলবে না। কোনও পরিবহণও চলবে না। আগামী সপ্তাহে কোনদিন লকডাউন হবে, তা পরে ঘোষণা করা হবে বলে জানান আলাপন বন্দ্যোপাধ্যায়।

এদিন সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রসচিব বলেন, ‘আমলা, চিকিৎসক ও বিশেষজ্ঞদের কমিটি মনে করছে, সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এই লকডাউন জরুরি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘কন্টেইনমেন্ট জোনে যেমন পুরো লকডাউন চলছে তেমনই চলবে। তার সঙ্গে সপ্তাহে দু’দিন সারা রাজ্যেই পুরো লকডাউন করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*