রাষ্ট্রায়ত্ত একটি ব্যাঙ্কের কাছ থেকে ঋণ নিয়েছিলেন ২০০২ সালে। কিন্তু সেই ঋণ আজও পরিশোধ করেননি শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপকুমার রায়। সেজন্য জেলাশাসকের তরফে দেওয়া চূড়ান্ত নোটিশকে সামনে রেখে ওই ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তির দখল নিল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
জানা গেছে, ব্যবসার নাম করে ২০০২ সালে আট লাখ টাকা ঋণ নেন প্রদীপকুমার রায়। ক্যাশ অ্যান্ড ক্রেডিট ঋণ নিয়েছিলেন। ২০১৪ সাল পর্যন্ত ব্যাঙ্কে আর্থিক লেনদেন হলেও তারপর তা বন্ধ করে দেন। এরপরই ব্যাঙ্কের তরফে একাধিকবার যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে৷ কিন্তু কোনও জবাব তিনি দেননি। শেষপর্যন্ত গতকাল সম্পত্তির দখল নেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ঋণ শোধের জন্য জেলাশাসকের তরফে প্রদীপকুমার রায়কে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তাতে ভ্রুক্ষেপ ছিল না তাঁর। এরপর একাধিক সময় ব্যাঙ্ক কর্মীরা তাঁর বাড়িতে এসে ঋণ পরিশোধের কথা বলেছেন। কিন্তু, কোনও উদ্যোগ নেননি প্রদীপকুমার রায়। তিনদিন আগে এক ব্যাঙ্ককর্মী তাঁর বাড়িতে এসে চূড়ান্ত বার্তা দেন। তাতেও ফল না হওয়ায় গতকাল জেলাশাসকের তরফে পাঠানো চূড়ান্ত নোটিশকে সামনে রেখে ওই ব্যক্তির তিনতলা বাড়ি সহ সমস্ত সম্পত্তির দখল নেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
সম্পত্তির দখল হয়ে যাওয়া নিয়ে প্রদীপকুমার রায় বলেন, কোনও আগাম নোটিশ ছাড়া তাঁর বাড়ির দখল নেওয়া হল। তিনি আরও বলেন, সময় দিলে তিনি ঋণ পরিশোধ করে দিতেন। এভাবে সম্পত্তি দখল না নিলেই পারত ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
Be the first to comment