বাজেটের দিন ব্যাংক ধর্মঘট, দ্বিতীয়দিনেও হয়রানির আশঙ্কা গ্রাহকদের

Spread the love

আজ শনিবার বাজেট৷ ৪৮ ঘন্টার ব্যাংক ধর্মঘটের দ্বিতীয় দিন৷ বন্ধ এটিএম পরিষেবা৷ ফলে এদিও হয়রানির আশঙ্কা গ্রাহকদের৷ তবে রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম পরিষেবা চালু করা হবে৷ দাবি না মানা হলে আগামী ১১ থেকে ১৩ মার্চ।

অভিযোগ, ব্যাঙ্ক ধর্মঘটের ফলে শুক্রবার চুরান্ত হয়রানির শিকার হয়েছেন গ্রাহকরা৷ মাসের শেষ দিন বিভিন্ন এটিএমে ঘুরেও মিলেনি টাকা৷ কারণ এদিন ব্যাংকের পাশাপাশি এটিএমেরও ঝাপ বন্ধ ছিল৷ শুক্রবার সকাল থেকেই দেখা গেল কলকাতার নানান জায়গায় বন্ধ রয়েছে এটিএম৷ সারা দেশের মত কলকাতা জুড়ে স্তব্ধ হয়ে যায় ব্যাংক পরিষেবা৷

এদিকে আজ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ কিন্তু আজও চলবে এই ধর্মঘট৷ ফলে দ্বিতীয় দিনেও হয়রানির আশঙ্কা গ্রাহকদের৷ ব্যাংক ইউনিয়নগুলি মজুরি বৃদ্ধির দাবিতে দু’দিনের ব্যাংক ধর্মঘট চলছে দেশ জুড়ে৷

তাদের দাবি,কমপক্ষে ১৫% মজুরি বৃদ্ধির করতে হবে৷ কিন্তু আইবিএ ১২.২৫% পর্যন্ত মজুরি বৃদ্ধিতে রাজি হয়েছে৷ তবে তা মানতে নারাজ কর্মী-অফিসারদের সংগঠনগুলি৷ দাবি না মানা হলে আগামী ১১ থেকে ১৩ মার্চ ফের তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷ এমনকি ১ লা এপ্রিল থেকে লাগাতার ব্যাংক ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছে৷

অন্যদিকে আজ শনিবার মাসের প্রথম দিন৷ এদিন অনেকেই বেতন, পেনশন তুলতে ব্যাংকে যান৷ ব্যাংক ধর্মঘটের ফলে তারা চরম দুর্ভোগে পড়বেন৷ প্রথম দিনের মত আজও ব্যাংকের পাশাপাশি এটিএম পরিষেবা না পাওয়া যাবে না৷ তাছাড়া ধর্মঘট শেষের পরের দিন রবিবার৷ সেদিন ছুটি৷ ফলে টানা তিনদিন ব্যাংকিং পরিষেবা বন্ধে গ্রাহকদের যে নাভিশ্বাস উঠবে,তা বলার অপেক্ষা রাখে না৷

আগেই ন’টি ট্রেড ইউনিয়নের প্রতিনিধি ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন (ইউএফবিইউ) ঘোষণা করেছে, মজুরি পুনর্বিবেচনার বিষয়ে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের (আইবিএ)-এর সঙ্গে আলোচনা ব্যর্থ হয়েছে৷ তাই ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি দেশব্যাপী দুই দিনের ধর্মঘট হবেই। সেই ধর্মঘটের আজ দ্বিতীয় দিন৷ রবিবার ছুটি,সব মিলিয়ে টানা তিনদিন ব্যাঙ্ক পরিষেবা ব্যহত হওয়ার আশঙ্কা রয়েছে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*