মার্চে ৪দিন ব্যাহত হবে ব্যাঙ্কিং পরিষেবা

Spread the love

মার্চের দুদিন ব্যাঙ্ক ইউনিয়নগুলো আবার ধর্মঘটে সামিল হতে চলেছে। ব্যাঙ্কিং ক্ষেত্রগুলোর বেসরকারিকরণের প্রস্তাবের বিরোধিতা করে ব্যাঙ্ক কর্মী ও আধিকারিকদের সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন ১৫ মার্চ থেকে দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছে।

ব্যাঙ্কগুলি ১৫ই মার্চ (সোমবার) এবং ১৬ই মার্চ (মঙ্গলবার) দু’দিনের ধর্মঘটের জন্য বন্ধ থাকবে, ধর্মঘটের আগের দু দিন ১৩ মার্চ দ্বিতীয় শনিবার এবং ১৪ ই মার্চ রবিবার হবে। সুতরাং, বলা যেতেই পারে পরপর চার দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এদিকে, ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) কিছু দিন উল্লেখ করেছে যেখানে ২০২১ সালের মার্চ মাসে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা।

মূলত, ২০২১-২২ সালের বাজেট পেশ করার সময় দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বেসরকারিকরণের কথা বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয় সংগঠনগুলো। কেন্দ্রীয় সরকার তার সিদ্ধান্ত না বদল করলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটেও যাওয়ার কথা জানিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ)।

সূত্র মারফত জানা গিয়েছে, ধর্মঘট এড়াতে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ও ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন অনলাইন বৈঠকে বসেছিলেন।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য শ্রম অধিকর্তা এস সি জোশী। কিন্তু বৈঠকে কোনও সমাধান সূত্র বার হয়নি বলে জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*