আবারও ৩০ ও ৩১ মে ব্যাঙ্ক ধর্মঘট, চরম ভোগান্তিতে সাধারন মানুষ

Spread the love

বেতনবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে আবারও ধর্মঘটের ডাক দিলো ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়ন ৷ এর জেরে রাজ্যে প্রায় ২১ হাজার এটিএম পরিষেবা বন্ধ থাকবে ৷  দু’দিন ব্যাঙ্ক ধর্মঘটের জেরে ভোগান্তির মুখে পড়তে হতে পারে সাধারন মানুষকে ৷ চলতি মাসের ৩০ ও ৩১ মে ব্যাঙ্ক ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়তে চলেছেন আম-আদমি। পাশাপাশি, জাতীয়স্তরের ধর্মঘটে সামিল প্রায় ৮ লক্ষ ব্যাঙ্ককর্মী। কাজ হবে না ৩৫ হাজার শাখায়। বন্ধ থাকবে ২ লক্ষ ২৫ হাজার এটিএমও। 

বেতনবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে এই ব্যাঙ্ক বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। ২০১১ সালে ত্রিপাক্ষিক সমঝোতা চুক্তির পর বেতনবৃদ্ধির মতো সিদ্ধান্ত নেওয়ার জন্য তৈরি হয় পৃথক কমিশন। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*