বিশেষ প্রতিনিধি,
বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিতে সরকারি ও বেসরকারি ব্যাংকের ধর্মঘট শুরু৷ আজ সকাল ছটা থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে৷ ফলে, খোলেনি বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক এবং সেসব ব্যাংকের এটিএম বুথ। এতে বেড়েছে গ্রাহকদের ভোগান্তি। শুক্রবার ব্যাঙ্ক খুলবে সাধারণ মানুষের জন্য ৷
ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন বাআইবিএ গত ৩১ মার্চ তাদের ২০১২ সালের পর ২ শতাংশ হারে বেতন বৃদ্ধির ঘোষণা করে৷ এতে সন্তুষ্ট হতে পারেনি ‘ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন’। এই ঘোষণায় তারা ক্ষুব্ধ হয়ে ব্যাংক ধর্মঘটের ডাক দেয় তারা৷
তাদের বক্তব্য, শেষবার বেতন বাড়ানো হয়েছিল ১৫ শতাংশ। এবার মাত্র ২ শতাংশ মানা যায় না। বিষয়টি আরও জটিল হয়, আইবিএ স্কেল ৪ থেকে স্কেল ৭ স্তরের অফিসারদের বেতন বৃদ্ধির বিষয়টি আলাদা করে ঠিক করার প্রস্তাব দেওয়ায়। কর্মী সংগঠনগুলি তা মানতে নারাজ।
Be the first to comment