বাঁকুড়ার পরিযায়ী শ্রমিক ছাউনিতে আগুন। আচমকাই দাউদাউ করে জ্বলে ওঠে পরিযায়ী শ্রমিকদের ছাউনি। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যায় একের পর এক বাড়ি। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার নাড়রা গ্রামে। সূত্রের খবর, আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দুই শিশুকন্যার।
জানা গেছে, ধনঞ্জয় শবর নামে এক পরিযায়ী শ্রমিক তাঁর স্ত্রী ও তিন শিশু সন্তান নিয়ে নাড়রা গ্রামে শ্রমিক বস্তিতে উঠেছিলেন। ধান কেটে সংসার চালাতেন তিনি। গ্রামের জমি সংলগ্ন এলাকাতেই ছিল তাঁদের অস্থায়ী ছাউনি। গতকাল তিনি ধান কাটতে বেরিয়ে গেলে কোনওভাবে তাঁদের খড়ের ছাউনিতে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে বস্তিতে। পুড়তে থাকে ঘর। ওই কৃষি শ্রমিকের স্ত্রী ও শিশুপুত্র বেঁচে গেলেও তাঁর দুই শিশুকন্যাকে বাঁচানো যায়নি। ঝলসে মৃত্যু হয়েছে সুস্মিতা ও পূর্ণিমা নামে দুই শিশুকন্যার।
ঘটনার খবর পাওয়ার পরই এলাকায় আসে পুলিশ। কীভাবে শ্রমিক বস্তিতে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার বিষয়ে দেখতে রাজ্যের শিশু সুরক্ষা কমিশনে রিপোর্ট করা হয়েছে।
Be the first to comment