ফের বাঁকুড়ায় মিললো মাওবাদী নামাঙ্কিত পোস্টার, বাড়ছে চাঞ্চল্য

Spread the love

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তালড্যাংরা সফরের পরই এলাকা থেকে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার তালড্যাংরা থানার চাঁদাবিলা এলাকা থেকে সাদা কাগজের উপর লালকালিতে মাওবাদীদের নামাঙ্কিত ওই পোস্টার উদ্ধার হয়েছে। ওই এলাকায় চারটি পোস্টার পড়েছিল। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে সেগুলি উদ্ধার করে।

কয়েকদিন আগে এক আদিবাসী যুবতীর উপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে ওই পোস্টারে। পাশাপাশি, পোস্টারে প্রশাসনকেও সতর্ক করা হয়েছে। একইসঙ্গে আদিবাসী সংগঠন মাঝি মহলকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই বাঁকুড়ার জঙ্গলমহল রাইপুর, বারিকুল এবং সারেঙ্গা থানা এলাকায় থেকে মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছিল।

ইতিমধ্যে ওই পোস্টার এবং মাওবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে বোলপুর থেকে দুজনকে গ্রেপ্তারও করেছে। এর মধ্যে জঙ্গলমহলের বাইরে তালড্যাংরা এলাকা থেকে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ প্রসঙ্গে খাতড়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি অবশ্য বলেন, “কয়েকটি পোস্টার পড়েছিল। উদ্ধার হয়েছে। তবে পোস্টারগুলি আদৌ মাওবাদীদের কি না তা খতিয়ে দেখা হচ্ছে।” 

প্রসঙ্গত, বুধবারই মুখ্যমন্ত্রী নবান্নের রিভিউ বৈঠক থেকে অভিযোগ করেছিলেন, এই পোস্টার কে বা কারা দিচ্ছে তা দেখতে হবে। মাওবাদীরা দিচ্ছে না কি বিজেপির হাত রয়েছে, তা দেখতে হবে। এদিকে শুভেন্দু অধিকারীর সফরের পরই মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হওয়ায় রহস্য আরও বাড়ল। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*