মুখ্যমন্ত্রীর উদ্যোগে ব্যবসায়ীদের জন্য স্থায়ী দোকান তৈরি করেছে বাঁকুড়া প্রশাসন, খুশী পর্যটকরাও; পড়ুন!

Spread the love
রোদ-ঝড়-বৃষ্টি নয়। বরং দোকানের উপর পাকা ছাদ। ছোট ছোট গুমটি দোকান ঘরের বদলে স্থায়ী স্টল পেয়েছেন ব্যবসায়ীরা। রাজ্যের পর্যটন মানচিত্রে বাঁকুড়ার মুকুটমণিপুরের নাম প্রথম দিকেই। সেখানেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে ব্যবসায়ীদের জন্য স্থায়ী দোকান তৈরি করেছে প্রশাসন। পর্যটকরাও নিশ্চিন্তে কেনাকাটা করতে পারছেন।
জঙ্গলমহলের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর কথা রেখেছেন। সাজিয়েছেন প্রিয় জঙ্গলমহলকে। ২০১৭ সালে বাঁকুড়ার মুকুটমণিপুরে সরকারি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকার দোকানগুলি ঘুরে দেখার সময় জানতে পারেন ব্যবসায়ীদের অসুবিধার কথা। অস্থায়ী গুমটিতে দোকান করতে সমস্যা হত। ঝড়-বৃষ্টিতে দোকানের ছাউনি উড়ে গেলে বিক্রি-বাটায় অসুবিধা হত। ব্যবসায়ীদের থেকে সমস্যা শুনে দেরি করেননি মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশেই পাকা স্টল পেয়েছেন ব্যবসায়ীরা। বিভিন্ন হস্তশিল্পের পসার সাজিয়ে বসছেন শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী।
পর্যটনকেন্দ্র হিসাবে বাঁকুড়ার মানচিত্রের প্রথম সারিতে রয়েছে মুকুটমণিপুরের নাম। আগে দোকানে ছিল না কোনও বিদ্যুৎ সংযোগ। সন্ধে হলেই মোমবাতি বা লম্ফের জ্বালিয়ে ব্যবসা চালাতে হত। পর্যটকরাও সমস্যায় পড়তেন। এখন অবশ্য সবসময়ের জন্যই দোকানে বিদ্যুতের সংযোগও মিলছে।
পর্যটকরা যাতে কম খরচে বাড়ির মত খাবার পান সেকথা মাথায় রেখে আরও কুড়িটি স্টল তৈরির উদ্যোগ নিয়েছে প্রশাসন। ব্যবসায়ীদের মুখে হাসি ফোটানোর সঙ্গেই জেলার অর্থনৈতিক পরিকাঠামো মজবুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*